Surprise Me!

Rahul Gandhi ED Inquiry: ন্যাশনাল হেরাল্ড মামলায় আজ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি-র দফতরে রাহুল গাঁধী

2022-06-13 59 Dailymotion

ন্যাশনাল হেরাল্ড মামলায় আজ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি-র দফতরে জিজ্ঞাসাবাদের জন্য যাবেন রাহুল গাঁধী। তবে তাঁর সঙ্গে কংগ্রেসের নেতা-সমর্থকদের ইডি অফিস পর্যন্ত মিছিল করে যাওয়ার অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। আকবর রোডে কংগ্রেস অফিসের সামেন জড়ো হয়েছিলেন দলের বেশ কিছু নেতা-কর্মী। তাঁদের তুলে নিয়ে যায় পুলিশ। তবে রাহুলের সঙ্গে যাওয়ার কথা প্রিয়ঙ্কার। এই ইস্যুতে আজ রাস্তায় নামেন অধীর চৌধুরী, অশোক গহলৌতরা।   ন্যাশনাল হেরাল্ড মামলায় দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসামূলক মনোভাবের পরিচয় দিয়ে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহারের অভিযোগ করেছে কংগ্রেস। রাহুল গাঁধীকে ইডি’র তলবের প্রতিবাদে আজ দেশজুড়ে ইডি-র ২৫টি দফতরের সামনে কংগ্রেস প্রতিবাদ কর্মসূচি নিয়েছে। এই পরিস্থিতিতে দিল্লির আকবর রোডে কংগ্রেসের অফিস থেকে ইডি অফিস পর্যন্ত রাস্তা সিল করে দিয়েছে পুলিশ।  এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এর আগে রাহুল গাঁধীকে তলব করেছিল ইডি। কিন্তু তিনি তখন বিদেশে থাকায় ইডি দিন পরিবর্তন করে। এই মামলায় সনিয়া গান্ধীকে আগামী ২৩ জুন তলব করা হয়েছে। তবে করোনা আক্রান্ত হয়ে দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়েছেন সনিয়া গাঁধী। 

Buy Now on CodeCanyon