Surprise Me!

Primary TET: "তৃণমূল সরকার এবং দুর্নীতি সমার্থক শব্দ'' প্রাথমিক টেট মামলাতে কটাক্ষ শমীকের

2022-06-13 141 Dailymotion

২০১৪-র প্রাথমিক টেট মামলাতেও এবার সিবিআই তদন্ত। ২০১৭-র তালিকা বেআইনি। ২৬৯ জনকে চাকরি থেকে বরখাস্ত, বেতন বন্ধের নির্দেশ। এবিষয়ে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, "এই সরকার দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত। তৃণমূল সরকার এবং দুর্নীতি সমার্থক শব্দ। যেখানেই নিয়োগ সেখানেই দুর্নীতি।'' সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, "এসএসসি-র থেকে প্রাইমারির দুর্নীতি আরও বেশি। হঠাৎ নিয়োগ। কিন্তু লিস্টে নাম নেই।'' 

Buy Now on CodeCanyon