Surprise Me!

Landslide on Rangpo: টানা বৃষ্টির জের। সিকিমের রংপো-সিংটাম রোডে ধস। অল্পের জন্য রক্ষা এক গাড়ি চালকের

2022-06-15 109 Dailymotion

টানা বৃষ্টির জের। সিকিমের রংপো-সিংটাম রোডে ধস। অল্পের জন্য রক্ষা এক গাড়ি চালকের। বর্ষার শুরুতেই উত্তরবঙ্গ-সহ সিকিমে প্রবল বৃষ্টি হচ্ছে। আজ সকালে উত্তর সিকিমের রংপো-সিংটাম রোডে বেশ কয়েকটি জায়গায় ধস নামে। যান চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে উত্তর সিকিমের সঙ্গে গ্যাংটকের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রাস্তা পরিষ্কারের কাজ চলছে।

Buy Now on CodeCanyon