Surprise Me!

Ek Dozen Golpo: চাকরির নামে বিধায়কের আপ্ত সহায়কের প্রায় দেড় কোটি ‘প্রতারণা’!

2022-06-15 361 Dailymotion

চাকরির নামে বিধায়কের আপ্ত সহায়কের প্রায় দেড় কোটি ‘প্রতারণা’! প্রতারণার অভিযোগে ধৃত তেহট্টের তৃণমূলের বিধায়কের আপ্ত সহায়ক। জেলে গিয়ে ধৃত প্রবীর কয়াল ও তার সঙ্গীকে জেরা করবে পুলিশে। সরকারি চাকরির নামে প্রতারণার একের পর এক অভিযোগ দায়ের। জেলে গিয়ে ধৃতকে জেরা করতে পুলিশের আর্থিক দুর্নীতি দমন শাখাকে অনুমতি। একাধিক ভুয়ো অ্যাকাউন্ট খুলে প্রতারণার টাকা সরানোর অভিযোগ। যদিও, ধৃতকে তাঁর আপ্ত সহায়ক নয় বলে দাবি করেছিলেন তৃণমূল বিধায়ক। 

Buy Now on CodeCanyon