Surprise Me!

Agnipath Agitation : অগ্নিপথে অগ্নিগর্ভ দেশ, হাওড়া স্টেশনে চূড়ান্ত বিশৃঙ্খলা

2022-06-17 1,633 Dailymotion

অগ্নিপথ বিক্ষোভে উত্তাল দেশ, একাধিক রাজ্যে বিশৃঙ্খলা, হাওড়া স্টেশনে চূড়ান্ত অব্যবস্থা। একাধিক ট্রেন বাতিলে অনুসন্ধানের সামনে উপচে পড়া ভিড়। এদিকে, সকাল সাড়ে ৮টা নাগাদ হাওড়া ব্রিজে রাস্তা অবরোধের চেষ্টা করেন কয়েকজন।  ব্রিজের ওপর বসে পড়ে আচমকা শারীরিক কসরত্‍ করতে শুরু করেন। উত্তর বন্দর থানার পুলিশ ও হাওড়া ব্রিজের ট্রাফিক গার্ডের কর্মীরা এসে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। 

Buy Now on CodeCanyon