Surprise Me!

Agnipath : ‘অগ্নিপথ’-বিরোধিতায় আজ দিনভর ট্রেন বন্ধের সিদ্ধান্ত বিহারে, কোটায় ১ মাসের জন্য ১৪৪ ধারা

2022-06-19 41 Dailymotion

‘অগ্নিপথ’-বিরোধিতায় একের পর এক রাজ্যে জ্বলছে আগুন। বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ হয়ে আগুন ছড়িয়েছে রাজস্থানেও। বিহারে আজ দিনভর ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত। একের পর এক দূরপাল্লার ট্রেন বাতিল, সময় বদল। রাজস্থানের কোটায় একমাসের জন্য ১৪৪ ধারা জারি। লাগাতার বিক্ষোভের মুখে একাধিক ঘোষণা মোদি সরকারের। প্রতিরক্ষামন্ত্রকে অগ্নিবীরদের জন্য ১০ শতাংশ সংরক্ষণ। নিয়োগ করা হবে জাহাজ ও ক্রীড়ামন্ত্রকেও। 

Buy Now on CodeCanyon