Surprise Me!

Coochbihar Heavy Rain: ঝড় বৃষ্টিতে বিপর্যস্ত তুফানগঞ্জ। উপড়ে গেছে বিদ্যুতের খুঁটি।বিপদের আশঙ্কায় গ্রামবাসীরা। Bangla News

2022-06-19 58 Dailymotion

রাতের ঝড় বৃষ্টিতে বিপর্যস্ত তুফানগঞ্জ।  ভারেয়া গ্রামে উপড়ে পড়েছে বিদ্যুৎ এর খুঁটি ও বড়ো গাছ। তিনটি বাড়ি পুরোপুরি ভেঙ্গে যায়। তবে  হতাহতের কোনো খবর নেই। গাছ ও খুঁটি পড়ে গিয়ে গ্রামের  রাস্তায় যান চলাচল ব্যাহত হয়েছে৷ বিদ্যুৎ এর খুঁটি উপড়ে পড়ায় রাস্তা জুড়ে বিদ্যুৎ এর তার ছিড়ে থাকায় বিপদের আশঙ্কায় ভুগছেন গ্রামবাসীরা। এদিকে   রাতভর বৃষ্টি হয়েছে কোচবিহার জেলা জুড়ে। রবিবার সকাল থেকেও বৃষ্টি চলছে।

Buy Now on CodeCanyon