Surprise Me!

অরিজিৎ সিংয়ের গান গেয়ে ভাইরাল ডেবরার আকাশ

2022-06-19 13 Dailymotion

অরিজিৎ সিংয়ের গান গেয়ে ভাইরাল ডেবরার আকাশ কুমার দাস। রীতিমতো সাড়া পড়ে গিয়েছে নেট দুনিয়ায়। পেশায় পোস্টমাস্টার আকাশের ছোটবেলা থেকেই গানের প্রতি আলাদা অনুরাগ ছিল। ডেবরা ব্লকের বহুলাশিনী এলাকার আকাশ অরিজিৎ সিংয়ের মস্ত বড় ফ্যান। তাই অরিজিৎ সিংই তাঁর কাছে "গুরু"। আর "গুরু"র গান যখন হইচই ফেলেছে নেটিজেনদের মধ্যে, ঠিক সেই সময়ে একই গান গেয়ে গুরুকে সম্মান জানানোর ইচ্ছে জেগেছিল মনে। যেমনই ভাবা তেমনই কাজ। "ট্র্যাক" মিউজিক গলা মেলালেন গুরুর ভাইরাল হওয়া গানে। আকাশের গলায় গাওয়া "দোল দোল দোল" গানটি এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।<br />

Buy Now on CodeCanyon