Surprise Me!

BJP: দলীয় কমিটি নিয়ে অসন্তোষ, ফেসবুক ক্ষোভ উগরে দিলেন দুধকুমার

2022-06-19 25 Dailymotion

দলীয় কমিটি নিয়ে অসন্তোষ জানিয়ে, ফেসবুক পোস্টে (Facebook) ক্ষোভ উগরে দিলেন রাজ্য বিজেপির (BJP) কার্যকরী সমিতির সদস্য দুধকুমার মণ্ডল (Dudhkumar Mondal)। এ’নিয়ে বিজেপির (BJP) কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা (Anupam Hazra) ট্যুইটে বলেন, তাঁর মতো মানুষ সংগঠন থেকে হারিয়ে গেলে, তা চিন্তার এবং উদ্বেগের। ব্যবস্থা নেওয়ার বার্তা দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। 

Buy Now on CodeCanyon