Surprise Me!

Pavlov Hospital: স্বাস্থ্য ভবনে তলব করা হল পাভলভ হাসপাতালের সুপারকে

2022-06-21 1 Dailymotion

শোকজের পর এবার স্বাস্থ্য ভবনে তলব করা হল পাভলভ হাসপাতালের সুপারকে। গতকাল পাভলভ হাসপাতালে যায় স্বাস্থ্য দফতরের প্রতিনিধিদল। সুপারের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন প্রতিনিধিদলের সদস্যরা। এর আগে স্বাস্থ্য দফতরের রিপোর্টে বলা হয়, পাভলভে চিকিত্সাধীন রোগীদের ভয়াবহ অবস্থার মধ্যে থাকতে হচ্ছে। তার ভিত্তিতে পাভলভের সুপারকে শোকজ করা হয়।

Buy Now on CodeCanyon