Surprise Me!

Siliguri News: রাতভর বৃষ্টিতে জলমগ্ন শিলিগুড়ি শহর, পুরসভার তরফে খোলা হল কন্ট্রোল রুম

2022-06-21 29 Dailymotion

রাতভর বৃষ্টিতে জলমগ্ন শিলিগুড়ি শহর। পুরসভার তরফে খোলা হল কন্ট্রোল রুম। হেল্পলাইন নম্বর 75570-35194। আজ সকালে বেশিরভাগ জায়গাতেই জল নেমে যায়। তবে শিলিগুড়ি পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের অশোকনগরে এখনও হাঁটু-সমান জল। স্থানীয়দের অভিযোগ, নিকাশি বেহাল, তাই প্রতিবার বর্ষায় বাড়িতে জল ঢুকে যায়। তৃণমূল পরিচালিত শিলিগুড়ি পুরসভার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দারা। পুর কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

Buy Now on CodeCanyon