Surprise Me!

Maharastra: মহারাষ্ট্রে মহা সাসপেন্সে নতুন মোড়, সঙ্গে ৪৯ জন বিধায়ক, দাবি শিণ্ডে শিবিরের

2022-06-23 122 Dailymotion

মহারাষ্ট্রে মহা সাসপেন্সে নতুন মোড়। সঙ্গে রয়েছেন ৪৯ জন বিধায়ক, দাবি শিণ্ডে শিবিরের। এঁদের মধ্যে ৪২ জন শিবসেনার বিধায়ক, ৭ জন নির্দল, দাবি শিণ্ডে শিবিরের। নতুন ভিডিও প্রকাশ করে দাবি শিণ্ডে শিবিরের। উদ্ধব বৈঠক ডাকলে মাতোশ্রীতে ছিলেন মাত্র ১৪ জন বিধায়ক। শিবসেনা বিধায়কদের অপহরণ করা হয়েছে, অভিযোগ সঞ্জয় রাউতের। বিধানসভায় শক্তিপরীক্ষা হলে, এঁদের অনেকেই শিবসেনার পক্ষে আসবেন, চ্যালেঞ্জ সঞ্জয়ের। ২১ জন শিবসেনা বিধায়ক তাঁদের সঙ্গে সম্পর্ক রেখে চলেছেন, দাবি সঞ্জয় রাউতের। 

Buy Now on CodeCanyon