Surprise Me!

Chicken Price Hike: ফের বাড়ল মুরগির মাংস ও মুরগির ডিমের দাম

2022-06-24 1,329 Dailymotion

ফের মুরগির মাংস (CHicken) ও মুরগির ডিমের (Eggs) দাম লাফিয়ে বাড়ল। আজ কলকাতার (Kolkata) খুচরো বাজারে কাটা মুরগির মাংসের কেজি প্রতি দাম ১০ থেকে ২০ টাকা বেড়েছে।  ২৬০ থেকে ২৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কাটা মুরগির মাংস। ডিমের দামও সাড়ে ৬ টাকা ছুঁয়েছে। বিক্রেতাদের দাবি, জোগান কম থাকায় এতটা চড়া দর। কলকাতার পাইকারি বাজারেও আজ গোটা মুরগি বিক্রি হয়েছে ১৪৯ টাকা দরে।

Buy Now on CodeCanyon