Surprise Me!

Howrah : অশান্তিতে ক্ষতিগ্রস্ত দলীয় অফিস পরিদর্শন হাওড়ার পাঁচলা ও উলুবেড়িয়ায় সুকান্ত

2022-06-25 24 Dailymotion

অশান্তিতে ক্ষতিগ্রস্ত হাওড়ার পাঁচলা ও উলুবেড়িয়ার দলীয় অফিস পরিদর্শন করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শনিবার দুপুরে জেলা বিজেপির নেতা-কর্মীদের নিয়ে পাঁচলার রঘুদেবপুরের পার্টি অফিসে আসেন বিজেপির রাজ্য সভাপতি। ক্ষতিগ্রস্ত দলীয় অফিস ঘুরে দেখেন তিনি। এরপর, এখান থেকে উলুবেড়িয়ায় যান সুকান্ত মজুমদার। সেখানে ক্ষতিগ্রস্ত পার্টি অফিস ঘুরে দেখার পাশাপাশি, গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধকরণ করেন বিজেপির রাজ্য সভাপতি। এরপর, দুধ দিয়ে ধুয়ে শহিদ বেদি শুদ্ধকরণও করেন তিনি। 

Buy Now on CodeCanyon