Surprise Me!

Calcutta Medical College: কলকাতা মেডিক্যাল কলেজে করোনার থাবা, সংক্রমিত ১৪ জন ডাক্তারি পড়ুয়া

2022-06-27 24 Dailymotion

কলকাতা মেডিক্যাল কলেজে (Calcutta Medical College) ফের করোনার (Covid19) থাবা। নতুন করে সংক্রমিত ১০ জন ডাক্তারি পড়ুয়া (Junior Doctor)। শুক্রবার করোনা পজিটিভ (Covid Positive) হয়েছিলেন ৪ জন। আরও ১০ জনের করোনা রিপোর্ট পজিটিভ। কাল এমবিবিএসের (MBBS) তৃতীয় সিমেস্টারের পরীক্ষা। আলাদা ঘরে পরীক্ষা দেবেন করোনা আক্রান্তরা। বাকিদের র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টের (RTPCR) পরে পরীক্ষার হলে প্রবেশের অনুমতি মিলবে। খবর সূত্রের।

Buy Now on CodeCanyon