Surprise Me!

Girish Park:স্বর্ণ ব্যবসায়ীর অফিস থেকে সোনা লুঠের অভিযোগে গ্রেফতার তাঁরই কর্মচারী

2022-06-28 17 Dailymotion

গিরিশ পার্কের এক স্বর্ণ ব্যবসায়ীর অফিস থেকে সোনা লুঠের অভিযোগে গ্রেফতার করা হল তাঁরই কর্মচারীকে। সেইসঙ্গে গ্রেফতার হয়েছেন ওই কর্মচারীর ভাই। অভিযোগ, দুজনে ছক কষে সোনা লুঠ করে পুলিশের কাছে মিথ্যে গল্প ফেঁদেছিলেন। সিসি ক্যামেরার ফুটেজই শেষপর্যন্ত ধরিয়ে দেয় তাঁদের।

Buy Now on CodeCanyon