Surprise Me!

Birbhum News: গোডাউনে হানা দিয়ে উদ্ধার ৩০০ কুইন্টাল অ্যামোনিয়াম নাইট্রেট ও প্রচুর পরিমাণে ডিটোনেটর

2022-07-01 35 Dailymotion

গতকাল বীরভূমের (Birbhum) মহম্মদবাজার থেকে উদ্ধার হয়েছিল প্রচুর পরিমাণে ডিটোনেটর। আজ সকালে নলহাটির লখনামারা গ্রামের একটি গোডাউনে হানা দিয়ে ৩০০ কুইন্টাল অ্যামোনিয়াম নাইট্রেট ও প্রচুর পরিমাণে ডিটোনেটর উদ্ধার করল রাজ্য পুলিশের এসটিএফ। পুলিশ সূত্রে খবর, ঝাড়খণ্ড লাগোয়া লখনামারা গ্রামে একটি গোডাউনে মজুত ছিল অ্যামোনিয়াম নাইট্রেট ও ডিটোনেটর। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে হানা দেয় এসটিএফ। অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরক তৈরিতে কাজে লাগে।  সেই কারণে এত পরিমাণে অ্যামোনিয়াম নাইট্রেট কেন মজুত করা হয়েছিল, সে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

Buy Now on CodeCanyon