Surprise Me!

Uluberia Update : "বিদ্যুতের কাজে গাফিলতি", উলুবেড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুর ঘটনায় উঠছে অভিযোগ

2022-07-03 5 Dailymotion

হাওড়ায় ফের বিদ্যুত্‍স্পৃষ্ট হয়ে মৃত্যু। এবার উলুবেড়িয়ায়। কারখানা থেকে বাড়ি ফেরার পথে, ছেঁড়া তারে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু হল সাইকেল আরোহী এক যুবকের। এনিয়ে রাজ্যে গতকাল একদিনে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলা-সহ ৪ জনের! উলুবেড়িয়ার মৃত যুবকের নাম সুব্রত মণ্ডল। ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা কার্তিক ঘোড়া বলেন, "রাস্তার পড়েছিল তার। হঠাৎ করে সাইকেলের সঙ্গে জড়িয়ে আর্থিং হয়ে যায়। তখন পড়ে যান। রাস্তার ধার জঙ্গল ছিল। বুঝতে পারেননি। কিছুক্ষণ পর মোটর বাইক আসে। আলোয় দেখতে পান, পাশে কে একজন পড়ে। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়। বিদ্যুতের কাজে গাফিলতি আছে।"

Buy Now on CodeCanyon