Surprise Me!

Bhatpara : পুরসভার টেন্ডার সংক্রান্ত বিবাদের জের ? ভাটপাড়ায় ব্যবসায়ী খুনে উঠছে প্রশ্ন

2022-07-03 13 Dailymotion

ভাটপাড়ায় ব্যবসায়ী খুনে নতুন তথ্য। সূত্রের খবর, পুরসভায় ৪ লক্ষের বেশি টাকার বরাত পেয়েছিলেন ইমারতি ব্যবসায়ী সালামউদ্দিন আনসারি। খুনের নেপথ্যে পুরসভার টেন্ডার সংক্রান্ত বিবাদ রয়েছে কিনা, খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, গতকাল ওই ব্যবসায়ীর ওপর ১১ জন মিলে হামলা চালায়। ৮ রাউন্ড গুলি চলে। সালামউদ্দিনের বিরুদ্ধে পুলিশের খাতায় ১১টি অভিযোগ রয়েছে বলে পুলিশের দাবি। ফলে ব্যবসায়িক শত্রুতা নাকি পুরনো বিবাদের জের, কী কারণে খুন, খতিয়ে দেখছে পুলিশ। 

Buy Now on CodeCanyon