Surprise Me!

Maharashtra Crisis : মহারাষ্ট্রের স্পিকার নির্বাচনেও ধাক্কা খেলেন উদ্ধব, জয়ী বিজেপির রাহুল নারবেকর

2022-07-03 32 Dailymotion

মহারাষ্ট্রের স্পিকার নির্বাচনেও ধাক্কা খেলেন উদ্ধব। অধ্যক্ষ নির্বাচনে জয়ী বিজেপির রাহুল নারবেকর। ১৬৪ ভোট পেয়ে জয়ী রাহুল নারবেকর। পরাজিত এমভিএ-র প্রার্থী রাজন সালভি। জয়ের জন্য প্রয়োজন ছিল ১৪৪ ভোট। এমভিএ প্রার্থী রাজন সালভি পেয়েছেন ১০৭ ভোট। রাজ ঠাকরের এমএনএস ভোট দিয়েছে বিজেপি প্রার্থীকে। সমাজবাদী পার্টির বিধায়ক ভোটদানে বিরত থাকেন। কাল সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দেবেন মুখ্যমন্ত্রী শিণ্ডে।

Buy Now on CodeCanyon