Surprise Me!

Santanu Sen: "প্রধানমন্ত্রীকে বলব NCRB-র রিপোর্টটা দেখে নিন'' প্রতিক্রিয়া শান্তনু সেনের

2022-07-03 16 Dailymotion

বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকের সমাপ্তি ভাষণে মোদির মুখেও বাংলার ‘সন্ত্রাস’। "বাংলায় আমাদের কর্মীরা খুন হচ্ছেন। তারপরেও দেশের স্বার্থে দলের পতাকা হাতে এগিয়ে চলেছেন।'' হায়দরাবাদে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকের সমাপ্তি ভাষণে মন্তব্য প্রধানমন্ত্রীর। এবিষয়ে সাংসদ শান্তনু সেন বলেন, "ওঁরা রাতে শুতে যাওয়ার আগে তৃণমূলের ভূত দেখেন। বাংলায় সন্ত্রাসের কথা যদি বলতে হয়, তাহলে প্রধানমন্ত্রীকে বলব NCRB-র রিপোর্টটা দেখে নিন। সাহস থাকলে প্রকাশ্যে মঞ্চে বলুন। বিজেপি শাসিত রাজ্য আর বাংলার অবস্থান কোথায় সেটা পড়ে বলুন।'' 

Buy Now on CodeCanyon