Surprise Me!

Hotel-Restaurants: ‘খাওয়ার বিলে কোনওভাবেই নেওয়া যাবে না সার্ভিস চার্জ’, হোটেল-রেস্তোরাঁর বিল নিয়ে জানিয়ে দিল কেন্দ্র

2022-07-04 23 Dailymotion

‘খাওয়ার বিলে কোনওভাবেই নেওয়া যাবে না সার্ভিস চার্জ’, হোটেল-রেস্তোরাঁর বিল নিয়ে জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার।জিএসটি-সহ বিলের উপরেও ১০ শতাংশ সার্ভিস চার্জ নেওয়ার অভিযোগ। একের পর এক অভিযোগ পাওয়ার পরেই কড়া পদক্ষেপ কেন্দ্রের। ‘বিলের উপর বাড়তি সার্ভিস চার্জ নেওয়া হলে জানানো যাবে অভিযোগ’, ‘অভিযোগ জানানো যাবে ন্যাশনাল কনজিউমার হেল্পলাইন নম্বর ১৯১৫-এ’। বিলে বাড়তি সার্ভিস চার্জ নিয়ে কড়া নির্দেশ কেন্দ্রে গ্রাহক সুরক্ষা পর্ষদের।

Buy Now on CodeCanyon