Surprise Me!

Primary Teachers : তৃণমূল বিধায়কদের লেটার হেডে নাম লিখে সুপারিশপত্র ? প্রধান বিচারপতির কাছে জমা পড়ল তালিকা

2022-07-05 152 Dailymotion

"তৃণমূল বিধায়করা নিজেদের লেটার হেডে নাম লিখে সুপারিশ করেছেন।" প্রাথমিকে চাকরি প্রার্থীদের জন্য সুপারিশ করেছেন বলে দাবি মামলাকারীদের। তিন তৃণমূল বিধায়কের প্যাডে লেখা চিঠির প্রতিলিপি আদালতের কাছে দেওয়া হয়। অখিল গিরি, অসীম মাঝি, শুভ্রাংশু রায়ের লেটার হেডে করা সুপারিশপত্র। সেই সুপারিশপত্র পেশ করা হল প্রধান বিচারপতির কাছে। সুপারিশপত্রের সঙ্গে জমা দেওয়া হল নামের তালিকাও। ২০১৪ সালে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি নিয়ে বিজেপি নেতা তাপস ঘোষের দায়ের করা মামলা। শুনানি শেষ, রায়দান স্থগিত।

Buy Now on CodeCanyon