আজ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের (Bhagwant Mann) বিয়ে। কনে হরিয়ানার (Haryana) চিকিৎসক গুরপ্রীত কউর। কাল চণ্ডীগড়ে মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের বাসভবনেই বসছে বিয়ের আসর। সপরিবারে উপস্থিত থাকার কথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। ট্যুইটারে ভগবন্ত মান এবং তাঁর হবু স্ত্রী গুরপ্রীত কৌরকে বিয়ের আগাম শুভেচ্ছা জানিয়েছেন আম আদমি পার্টির সাংসদ রাঘব চড্ডা।