Surprise Me!

7tay bangla: অমরনাথ গুহার কাছে মেঘভাঙা বৃষ্টি, ক্রমশ বাড়ছে মৃত্যুর সংখ্যা

2022-07-08 52 Dailymotion

অমরনাথ (Amarnath) গুহার কাছে মেঘভাঙা বৃষ্টি, ক্রমশ বাড়ছে মৃত্যুর সংখ্যা। অমরনাথে (Amarnath) মেঘভাঙা বৃষ্টি বিপর্যয়ে (Could Burst Rain) মৃত বেড়ে ১৫। অমরনাথ গুহার কাছে দাঁড়িয়েছিলেন ১০-১২ হাজার পুণ্যার্থী। বিকেল ৫.৩০: কালীমাতা ও অমরনাথ গুহার মাঝে মেঘভাঙা বৃষ্টি। ভেসে গেল পুণ্যার্থীদের ২৫টি ক্যাম্প, ক্ষতিগ্রস্ত ৩টি লঙ্গর। উদ্ধারকাজে আইটিবিপি, সেনা, এনডিআরএফ, এসডিআরএফ। আহতদের নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। আপাতত স্থগিত অমরনাথ যাত্রা। 

Buy Now on CodeCanyon