Surprise Me!

Sare 7tay Saradin : গোপালনগরের কলেজের আলমারিতেই বুলেট-সহ আগ্নেয়াস্ত্র ! থানায় অভিযোগ অধ্যক্ষের

2022-07-09 24 Dailymotion

গোপালনগরের কলেজের আলমারিতেই বুলেট-সহ আগ্নেয়াস্ত্র। নহাটা যোগেন্দ্রনাথ মণ্ডল স্মৃতি মহাবিদ্যালয়ের আলমারিতে অস্ত্র! স্টাফ রুমের আলমারিতে ৪ রাউন্ড বুলেট-সহ আগ্নেয়াস্ত্র! গোপালনগর থানায় অভিযোগ দায়ের কলেজের অধ্যক্ষের। অ্যাকাউন্ট্যান্টের বিরুদ্ধে অস্ত্র রাখার অভিযোগ অধ্যক্ষের । এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি অ্যাকাউন্ট্যান্টের। কয়েকমাস আগে অধ্যক্ষের উপর হামলার অভিযোগে গ্রেফতার হন অ্যাকাউন্ট্যান্ট। জামিনে মুক্ত হলেও আপাতত কলেজে আসছেন না অ্যাকাউন্ট্যান্ট রণপতি রায়। কলেজে কীভাবে আগ্নেয়াস্ত্র? অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে: পুলিশ সূত্র।

Buy Now on CodeCanyon