Surprise Me!

Purulia News: রাতে বাড়ি ফেরার পথে, দুষ্কৃতীদের হাতে খুন পেট্রোল পাম্পের ম্যানেজার ও তাঁর ছেলে

2022-07-10 29 Dailymotion

পুরুলিয়ায় (Purulia) জোড়া খুন (Murder) । রাতে বাড়ি ফেরার পথে, দুষ্কৃতীদের হাতে খুন পেট্রোল পাম্পের ম্যানেজার ও তাঁর ছেলে। ঘটনাটি ঘটেছে পুরুলিয়া (Purulia) মফস্বল থানা এলাকার কানালি গ্রামে। ম্যানেজারের কাছে থাকা পেট্রোল পাম্পের টাকা লুঠ করতেই  কুপিয়ে খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। জোড়া খুনের প্রতিবাদে আজ সকাল ৭টা থেকে ৯টা, ২ ঘণ্টা পুরুলিয়া-বোকারো ৩২ নম্বর জাতীয় সড়কে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। স্থানীয় সূত্রে খবর, পেট্রোল পাম্পের ম্যানেজার মদনচন্দ্র পাণ্ডে ও তাঁর ছেলে কানাইলাল পাণ্ডে গতকাল রাত ৯টা নাগাদ বাড়ি ফিরছিলেন। অভিযোগ, বাড়ির কাছেই দুষ্কৃতীরা তাঁদের মোটরবাইক আটকে হামলা চালায়। P। 

Buy Now on CodeCanyon