Surprise Me!

Smriti Irani: আশা করব বাংলার মানুষ দ্রৌপদী মুর্মুর পাশে থাকবেন, বললেন স্মৃতি

2022-07-12 49 Dailymotion

"সাধারণ পরিবারের মেয়ে এনডিএ রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু। আশা করব বাংলার মানুষ দ্রৌপদী মুর্মুর পাশে থাকবেন। হাওড়ার গ্রামাঞ্চলে মানুষের অসুবিধার কথা জেলা প্রশাসনকে জানিয়েছি। কেন্দ্রীয় প্রকল্প নিয়ে পক্ষপাত না করে গ্রামের মানুষের পাশে দাঁড়ানো উচিত। সাধারণ পরিবার থেকে প্রার্থী করা হয়েছে দ্রৌপদী মুর্মুকে। দরিদ্র ও আদিবাসী পরিবারের পাশে দাঁড়ান।''  বললেন স্মৃতি ইরানি।

Buy Now on CodeCanyon