Surprise Me!

Partha on Governor : "সারাটা দিন শুধু ট্যুইট করেন", রাজ্যপালকে খোঁচা পার্থর

2022-07-13 72 Dailymotion

"রাজ্যপালের কথা আর বলবেন না । সারাটা দিন শুধু ট্যুইট করেন। রাজ্যের কথা ভাবুন। রাজ্যের মানুষের কথা ভাবুন। রাজ্যের পাল যদি শুধুমাত্র একটি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন, তাহলে রাজ্যের মানুষ তাঁকে রাজ্যপাল হিসেবে নয়, একটি রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে চিহ্নিত করবেন। সেটা তাঁর পক্ষে সম্মানজনক নয়।" মন্তব্য পার্থ চট্টোপাধ্যায়ের।

Buy Now on CodeCanyon