Surprise Me!

Sagar Dam Damage : হুগলি নদীর বাঁধ ভেঙে বিপত্তি, গ্রামে ঢুকল জল

2022-07-15 13 Dailymotion

দক্ষিণ ২৪ পরগনার সাগরের বঙ্কিম নগরে হুগলি নদীর বাঁধ ভেঙে বিপত্তি। গ্রামে ঢুকল জল। প্লাবিত বহু এলাকা। জলের তলায় চলে গেছে চাষের জমি। অনেকেই আশ্রয় নিয়েছেন উঁচু জায়গায়। পূর্ণিমার কটালের জেরে জলস্তর বেড়ে যাওয়ায় বাঁধের  একাধিক জায়গায় ফাটল ধরে এই বিপত্তি বলে স্থানীয় সূত্রে দাবি। 

Buy Now on CodeCanyon