Surprise Me!

Monkeypox in India: মাঙ্কিপক্সের থাবা, ভারতে প্রথম সংক্রমণে আতঙ্ক

2022-08-24 0 Dailymotion

মাঙ্কিপক্সে প্রথম আক্রান্ত কেরলে। ইউএই থেকে ভারতে ফিরে মাঙ্কিপক্সে আক্রান্ত এক ব্যক্তি। এমনই জানান কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ। কেরলের স্বাস্থ্যমন্ত্রী জানান, গত ১২ জুলাই ওই ব্যক্তি ইউএই থেকে ভারতে ফেরেন। ত্রিবান্দ্রাম বিমানবন্দরে ওই ব্যক্তি নামার পর তাঁকে নিয়ে সন্দেহ জাগতেই চিকিৎসার জন্য পাঠানো হয়।

Buy Now on CodeCanyon