যার ছায়া পড়েছে মনের আয়নাতে। রাত্রি দাস। Jar chaya poreche moner aynate.Ratri Das. আধুনিক গান। যার ছায়া পড়েছে মনের আয়নাতে। রাত্রি দাস। Jar chaya poreche moner aynate.Ratri Das. আধুনিক গান। <br />===========================================<br />গানঃ<br />যার ছায়া পড়েছে মনের আয়নাতে<br />সে কি তুমি নও, ও গো তুমি নয়<br /><br />হৃদয়ে আমার সুরের আবেশ।<br />ছড়িয়ে দিলে গো।<br /><br />তুমি কী গো ছবি হয়ে থাকবে<br />কখনও কী নাম ধরে ডাকবে।<br />তুমি মোর অন্তর, ছুয়ে ছুয়ে কেন যাও না<br />যদি ছবি নয় তবু কথা কও।<br /><br />চোখে চোখ বলিতে কী চাও গো<br />ভরা জলে ঢেউ কেন দাও গো।<br />মনচোর তুমি মোর, বল বল কিছু বল না<br />জানি ছবি নয়, শুধু ছবি নয়।<br /><br />===========================================<br /><br />গীতিকারঃ সৈয়দ শামসুল হক<br />সুরকারঃ সত্য সাহা<br />মূল শিল্পীঃ ফেরদৌসী রহমান <br />কভার শিল্পীঃ রাত্রি দাস <br /><br />===========================================<br /> Thanks <br />===========================================