Surprise Me!

West Bengal: সিঙ্গুর মহামায়া প্রাথমিক বিদ্যালয়ে পালিত হল অভিনব "রিডিং ফেস্টিভ‍্যাল"

2022-07-18 8 Dailymotion

লাল নীল সবুজের মেলা বসেছে লাল নীল সবুজেরই মেলা রে।  এক ঝাঁক কচি কাঁচাদের সঙ্গে মহানায়কের গলায় বহুদিন আগের সেই গান মনে করিয়ে দিল সিঙ্গুর মহামায়া প্রাথমিক বিদ্যালয়। কারন,আজ স্কুলে পালিত হল "রিডিং ফেস্টিভ‍্যাল ২০২২"।  প্রথাগত শিক্ষার একটু বাইরে গিয়ে এক অনবদ্য পরিবেশবান্ধব শিল্পকলা প্রকাশ পেল সিঙ্গুর মহামায়া প্রাথমিক স্কুল প্রাঙ্গনে। সমস্ত স্কুল পড়ুয়াদের মাথায় কাগজের টুপি। তাতে আবার কেউ প্রধানমন্ত্রী, কেউবা পরিবেশ মন্ত্রী। রঙীন কাগজ দিয়ে তৈরী করা বিভিন্ন মডেল।

Buy Now on CodeCanyon