Surprise Me!

Howrah : মদে বিষক্রিয়ার জেরে হাওড়ার ঘুসুড়িতে ৭ জনের মৃত্যু, পুলিশ সব জেনেও নিষ্ক্রিয় বলে অভিযোগ

2022-07-20 60 Dailymotion

বর্ধমানের ছায়া হাওড়ার ঘুসুড়িতে। ফের মদে বিষক্রিয়ার জেরে মৃত্যুর অভিযোগ। ঘুসুড়ির ধর্মতলা এলাকায় ৭ জনের মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, মদে বিষক্রিয়ার জেরেই মৃত্যু। হাসপাতালে ভর্তি আরও কয়েকজন। সকালে মদের ঠেকে ভাঙচুর চালান স্থানীয়রা। তাঁদের অভিযোগ, মালিপাঁচঘড়া থানার পিছনে রেললাইনের ধারে নিয়মিত বসে দেশি মদের ঠেক। এলাকার একটি বাড়িতে মদ তৈরি হয়। পুলিশ সব জেনেও নিষ্ক্রিয় বলে অভিযোগ। থানায় জানানো সত্ত্বেও ব্যবস্থা নেওয়া হয়নি, দাবি বাড়ি মালিকের। 

Buy Now on CodeCanyon