Surprise Me!

Nirav Modi: নীরব মোদির ২৫৩ কোটি বাজেয়াপ্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। Bangla News

2022-07-22 206 Dailymotion

সাড়ে তেরো হাজার কোটি টাকা ঋণখেলাপির পর দেশ ছেড়ে পলাতক নীরব মোদির (Nirav Modi) আরও ২৫৩ কোটি টাকার অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। সূত্রের খবর, হংকংয়ে নীরব মোদির সংস্থার টাকা, গয়না-সহ ২৫৩ কোটি টাকার সম্পত্তি অ্যাটাচ করেছে ইডি (ED)। সব মিলিয়ে এখনও পর্যন্ত পলাতক এই ঋণখেলাপীর মোট ২ হাজার ৬৫০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে সূত্রের খবর।

Buy Now on CodeCanyon