পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, "এজেন্সির মান্যতাকে নষ্ট করা হচ্ছে। এটা খুবই দুঃখের। মেহুল চোকসির তদন্ত করা উচিত। নীরব মোদি, বিজয় মাল্যর মতো কোটি টাকার বড় বড় অপরাধের তদন্ত করা উচিত। যারা দেশের ক্ষতি করতে পারে, সেখানে এই তদন্ত হওয়া উচিত।"
