মেধা তালিকার নিরীখে উচ্চমাধ্যমিককেও ছাপিয়ে গেল ISC। উচ্চমাধ্যমিকে প্রথম দশের মেধা তালিকায় ছিলেন ২৭২ জন, দিল্লি বোর্ডের সর্বভারতীয় পরীক্ষায় প্রথম তিনেই রয়েছেন ১৫৪ জন। সর্বভারতীয় মেধা তালিকায় প্রথম স্থানে থাকা ১৮ জনের মধ্যে রয়েছেন এ রাজ্যের ৬ জন পড়ুয়া।