Surprise Me!

Partha Chatterjee Health: 'গুরুতর সমস্যা নেই', পার্থ চট্টোপাধ্যায়কে ভর্তি করল না ভুবনেশ্বর এইমস

2022-07-25 421 Dailymotion

পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) ভর্তি করল না ভুবনেশ্বর এইমস। স্বাস্থ্য পরীক্ষার পরে পার্থ চট্টোপাধ্যায়কে ছেড়ে দিচ্ছে এইমস। ‘পার্থ চট্টোপাধ্যায়কে ভর্তি করার প্রয়োজন নেই, আজই ছেড়ে দেওয়া হবে’। ‘কিছু ক্রনিক সমস্যায় ভুগছেন নিয়োগ মামলায় গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়। বুকে ব্যথাও নেই, ওষুধ চালিয়ে যেতে হবে, ভর্তি করার প্রয়োজন নেই। হাসপাতালে ভর্তি করার মতো অবস্থা নয়', জানিয়ে দিলেন এইমসের অধিকর্তা।  

Buy Now on CodeCanyon