Surprise Me!

Arpita Mukherjee: নিরাপত্তার ঘেরাটোপে ইডি-র বিশেষ আদালতে অর্পিতা

2022-07-25 335 Dailymotion

 নিরাপত্তার ঘেরাটোপে আজ অর্পিতা মুখোপাধ্যায়কে (Arpita Mukherjee) ফের পেশ করা হল ইডি-র বিশেষ আদালতে। ইডি (ED) সূত্রে খবর, গতকাল অর্পিতাকে হেফাজতে পাওয়ার পর জেরা করার সুযোগ মেলেনি। আদালতের নির্দেশ, রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত জেরা করা যাবে না। তাই আজ ফের অর্পিতাকে হেফাজতে নিতে চায় ইডি। খবর সূত্রের। গতকাল আদালতে আইনজীবীর উপস্থিতিতে অর্পিতাকে জেরার বিরোধিতা করেন ইডি-র আইনজীবী। অন্যদিকে, সিজিও কমপ্লেক্সে বাড়ানো হয়েছে নিরাপত্তা। অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। আজ ফের অর্পিতার মেডিক্যাল পরীক্ষা হয়। তারপর পেশ করা হয় আদালতে।

Buy Now on CodeCanyon