Surprise Me!

Arpita Mukherjee : হার্ডডিস্ক থেকে ফিক্সড ডিপোজিট, সোনা ও হিরের গয়না, অর্পিতার বাড়ি থেকে উদ্ধার আর কী কী ?

2022-07-26 130 Dailymotion

হার্ডডিস্ক থেকে শুরু করে ফিক্সড ডিপোজিট। কোটি কোটি নগদ টাকার পাশাপাশি প্রচুর সোনা ও হিরের গয়না, এমনকি বিদেশি মুদ্রাও। এই পরিস্থিতিতে ইডি সূত্রে খবর, ফেমা’য় তাঁর বিরুদ্ধে মামলা করা নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। অন্যদিকে তদন্তে অর্পিতা সহযোগিতা করছেন না বলেও দাবি করা হয়েছে ইডি সূত্রে। 

Buy Now on CodeCanyon