Surprise Me!

Anubrata Mondal : "বলতেন অন্যায় করিস না", পদ্মশ্রী-চিকিৎসকের প্রয়াণে কান্নায় ভেঙে পড়লেন অনুব্রত

2022-07-26 3,697 Dailymotion

প্রয়াত পদ্মশ্রী প্রাপ্ত ১ টাকার চিকিৎসক সুশোভন বন্দ্যোপাধ্যায় (Doctor Sushovan Banerjee)। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘ ৫৭ বছর মাত্র ১ টা ফি নিয়ে চিকিৎসা করে গিয়েছেন। তাঁর প্রয়াণে কান্নায় ভেঙে পড়লেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি বলেন, "দীর্ঘদিনের সম্পর্ক। আমাকে খুব ভালবাসতেন। আমি অন্যায় করলে বলতেন করিস না।" 

Buy Now on CodeCanyon