#news #banglanews #shorts <br />তুরস্কভিত্তিক এয়ারলাইন কোম্পানির একজন ফ্লাইট অ্যাটেনডেন্ট সম্প্রতি ফ্লাইটে খাবারের মধ্যে একটি সাপের মাথা খুঁজে পাওয়ার অভিযোগ করেছেন। বিষয়টি নিয়ে হইচই পড়ে গেছে।<br /><br />এভিয়েশন ব্লগের উদ্ধৃতি দিয়ে দ্য ইন্ডিপেনডেন্ট জানিয়েছে যে, গত ২১ জুলাই তুরস্কের আঙ্কারা থেকে জার্মানির ডুসেলডর্ফ যাওয়ার একটি সানএক্সপ্রেস ফ্লাইটে চমকপ্রদ এ ঘটনাটি ঘটে<br /><br />আমাদের চ্যানেলে মূলত সমস্ত খবর নিয়ে ।<br /> চ্যানেলে বরিশাল এর খবর বেশি প্রচার করা হয় ।<br />এছাড়া বাংলাদেশ এর সমস্ত খবর পেতেও আমাদের সাতে যুক্ত থাকতে পারেন ।<br /> ধন্যবাদ ।