#news #banglanews #naymar #sports <br /><br /><br />লাতিন আমেরিকার সবচেয়ে বড় মিডিয়া গ্রুপ ‘গ্লোব’-এর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে নেইমারের ডাইভ দেওয়ার ছবি আপলোড করে লেখা হয়েছে, ‘নেইমার পেনাল্টি পেলেন। বলা যায়, ভূত (ধরেছে)।<br /><br />ওই টুইটারের জবাব দিয়েছেন খোদ নেইমার। ব্রাজিলিয়ান সুপারস্টারের দাবি, তাকে স্পর্শ করা হয়েছিল, তাই পেনাল্টি কলটি নিশ্চিতই ছিল। তাকে নিয়ে সমালোচনা করা মানুষদেরও একহাত নিয়েছেন নেইমার। তার মতে, সমালোচকরা এমন মানুষজন যারা কখনও বলে লাথি দিয়েও দেখেননি।<br /><br /><br />আমাদের চ্যানেলে মূলত সমস্ত খবর নিয়ে ।<br /> চ্যানেলে বরিশাল এর খবর বেশি প্রচার করা হয় ।<br />এছাড়া বাংলাদেশ এর সমস্ত খবর পেতেও আমাদের সাতে যুক্ত থাকতে পারেন ।<br /> ধন্যবাদ ।