Surprise Me!

Jalpaiguri: হাসপাতালের টেবিলের তলা থেকে বেরিয়ে এল সাপ, হুলস্থুল ধূপগুড়িতে

2022-07-27 1 Dailymotion

ধূপগুড়ি গ্রামীন হাসপাতাল। প্রতিদিনই বিভিন্ন কাজে হাসপাতালে (Hospital) ভিড় জমান ওই এলাকার অসংখ্য বাসিন্দা। একইরকম ছবি ছিল বুধবারও। দুপুরে জলপাইগুড়ির (Jalpaiguri) হাসপাতালে ভিড়ও ছিল রোগী ও তাঁদের পরিজনদের। হঠাৎ প্রবল হুলুস্থুলু। হাসপাতালের অন্বেষা বিভাগে শুরু হয়ে যায় ছোটাছুটি, সঙ্গে চিৎকার। ঘটনার পিছনে রয়েছে সাপ। রোগীদের একাংশের অভিযোগ, হাসপাতালে একটি ঘরে টেবিলের তলা থেকে বেরিয়ে এসেছে সাপ। 

Buy Now on CodeCanyon