Surprise Me!

কবে মুক্তি পাবে হাওয়া সিনেমা।হাওয়া সিনেমা। shada shada kala kala । চঞ্চল চৌধুরী ।

2022-07-28 4 Dailymotion

#news #banglanews #হওয়াছবি#হাওয়া <br /><br />হাওয়া মূলত এ কালের রূপকথার গল্প। তবে যে রূপকথার গল্প সবাই শুনে আসছে, ঠিক তেমন না সিনেমাটির গল্প। এটি মাটির গল্প নয়, বরং পানির গল্প। সমুদ্রপারের নয়, গভীর সমুদ্রে গন্তব্যহীন একটি ফিশিং ট্রলারে আটকেপড়া আটজন মাঝিমাল্লা এবং এক রহস্যময় বেদেনীকে ঘিরে নির্মিত হয়েছে হাওয়া।<br /><br />আমাদের চ্যানেলে মূলত সমস্ত খবর নিয়ে ।<br /> চ্যানেলে বরিশাল এর খবর বেশি প্রচার করা হয় ।<br />এছাড়া বাংলাদেশ এর সমস্ত খবর পেতেও আমাদের সাতে যুক্ত থাকতে পারেন ।<br /> ধন্যবাদ ।

Buy Now on CodeCanyon