Surprise Me!

Partha Chatterjee : পার্থর ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠকে, সিদ্ধান্তে চূড়ান্ত সিলমোহর তৃণমূলনেত্রীর

2022-07-28 453 Dailymotion

দল-মন্ত্রিত্ব সব গেল পার্থর, তৃণমূল থেকেও সাসপেন্ড। ‘শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠকে পার্থ নিয়ে আবেগপ্রবণ সুব্রত বক্সী’, ‘পার্থর অবদানের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন সুব্রত বক্সী’, ‘এখন আবেগপ্রবণ হওয়ার সময় নয়, এটা রাজনৈতিক যুদ্ধ’, ‘এই রাজনৈতিক লড়াই চালিয়ে যেতে হবে, জিততে হবে’, সুব্রত বক্সীকে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়: সূত্র।‘ইডির অ্যারেস্ট মেমোয় কেন মমতার নাম নিলেন পার্থ?’, পার্থ চট্টোপাধ্যায়ের আচরণে ক্ষুব্ধ শৃঙ্খলারক্ষা কমিটি: সূত্র, ‘বারবার সুযোগ পেয়েও কেন আত্মপক্ষ সমর্থন করলেন না পার্থ?’, পার্থর ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠকে: সূত্র। পার্থর বিরুদ্ধে সিদ্ধান্তে চূড়ান্ত সিলমোহর দেন তৃণমূলনেত্রী: সূত্র

Buy Now on CodeCanyon