Surprise Me!

কার জন্য মন হলি হত । ফকির লালন সাঁই । kar jonno mon holey hottoh

2022-07-31 2 Dailymotion

কার জন্য মন হলি হত<br />সে খোদা আদমে আছে<br />খোদা রয় আদমে মিশে । ।<br />আল্লা আদম আর মুহাম্মদ<br />এই তিনজনায় নাই ভেদাভেদ<br />এক আত্মায় মিশে।<br />দেখবি যদি হযরত নবী<br />এশকেতে আছে । ।<br />নাম দিয়ে সাঁই কোথায় লুকালেন<br />মুর্শিদ ধরে সাধন করলে নিকটে মেলে<br />আত্মারূপে কর্তা হলো<br />কর তার দিশে । ।<br />যার হয়েছে ভবে মহাজ্ঞান<br />সেই দেখবে নূর তাজুল্লাহ<br />অন্যে দেখবে কেন<br />লালন বলে জ্ঞানী যারা দেখবে অনাসে । ।<br />--মহাত্মা ফকির লালন সাঁই ।।

Buy Now on CodeCanyon