Surprise Me!

Salman Khan: আবেদন মঞ্জুর, ব্যক্তিগত সুরক্ষার জন্য বন্দুক রাখার লাইসেন্স সলমনের

2022-08-01 1 Dailymotion

ব্যক্তিগত সুরক্ষার জন্য বন্দুক রাখার লাইসেন্স পেলেন সলমন খান (Salman Khan)। কিছুদিন আগেই মুম্বই পুলিশের কাছে আর্মস লাইসেন্সের জন্য আবেদন জানান সলমন। অভিযোগ, মাসকয়েক আগে কুখ্যাত বিষ্ণোই গ্যাং সলমন এবং তাঁর বাবা সেলিম খানকে খুনের হুমকি দেয়। সূত্রের খবর, পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার মতো গুলি করে মারার হুমকি দিয়ে চিঠিও পাঠানো হয় সেলিম খানকে। সূত্রের খবর, সলমনকে হত্যার জন্য রাইফেল কিনেছিলেন বলে জেরায় কবুল করেছেন গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। এই পরিস্থিতিতে ব্যক্তিগত নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে সলমন বন্দুক রাখার জন্য লাইসেন্সের আবেদন জানান মুম্বই পুলিশের কাছে।

Buy Now on CodeCanyon