Surprise Me!

7tay Bangla : পার্থ-সূত্রে ফ্ল্যাট ব্যবহার অর্পিতার ? পণ্ডিতিয়া রোডের আবাসনে হানা ইডি-র

2022-08-02 29 Dailymotion

পণ্ডিতিয়া রোডের ফোর্ট ওয়েসিস আবাসনে হানা দেন ইডি-র আধিকারিকরা। ৬ নম্বর ব্লকের ৫০৩ নম্বর ফ্ল্যাটে অভিযান। আবাসনের নিরাপত্তারক্ষী জানিয়েছে, কয়েকমাস ধরে তালাবন্ধ ওই ফ্ল্যাটের মালিক। যদিও ইডি সূত্রে দাবি, পার্থ চট্টোপাধ্যায়ের সূত্রে পণ্ডিতিয়া রোডের এই ফ্ল্যাটটি ব্যবহার করতেন অর্পিতা।

Buy Now on CodeCanyon