Surprise Me!

Vice Presidential Election : শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারীকে চিঠি লিখে উপরাষ্ট্রপতি নির্বাচন ভোটদানে বিরত থাকার সিদ্ধান্ত জানাল তৃণমূল

2022-08-05 137 Dailymotion

কাল উপরাষ্ট্রপতি নির্বাচন, ভোটদানে বিরত থাকার সিদ্ধান্ত তৃণমূল কংগ্রেসের। শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারীকে চিঠি তৃণমূল কংগ্রেসের। দলের সিদ্ধান্ত লিখিতভাবে শিশির ও দিব্যেন্দু অধিকারীকে জানাল তৃণমূল। ‘কাল জগদীপ ধনকড়ের পক্ষে ভোট দিতে পারেন শিশির-দিব্যেন্দু’, আশঙ্কা করছে তৃণমূল কংগ্রেস। বর্তমানে দিল্লিতেই রয়েছে দুই সাংসদ। শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারীকে পৌঁছে দেওয়া হল চিঠি। জানালেন সুদীপ  বন্দ্যোপাধ্যায়। ‘গেলেও দেখতে পাবেন, না গেলেও দেখতে পাবেন’, প্রতিক্রিয়া কাঁথির সাংসদ শিশির অধিকারীর। ‘যখন ভোট হবে তখন দেখা যাবে কে দিচ্ছে, আর কে দিচ্ছে না’, প্রতিক্রিয়া তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীর।

Buy Now on CodeCanyon